Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আশুলিয়ায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ এপ্রিল ২০১৭

আপডেট: ০৪:৩৬, ২৬ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

আশুলিয়ায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : আশুলিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জিরানী শাখার উদ্যোগে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা হল রুমে এ শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণি পর্যন্ত যারা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার লাভ করেছে তাদের মধ্য থেকে মোট ৫১ জন হতদরিদ্র কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, খাতা ও কলম উপহার হিসেবে তুলে দেয়া হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জিরানী শাখা ব্যবস্থাপক কে এম রাজ্জ্বাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এএইচ মিলন ও জিরানী আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলম সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer