তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের জীবন মান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করছে এমন ৬টি কমিউনিটি বেসড অর্গনাইজেশন এর সাথে `আশার আলো সোসাইটি`র একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্গনাইজেশনগুলো হলো দূর্জয় নারী সংঘ, সন্ধি নারী সংঘ, আলোর মিছিল নারী কল্যান সংস্থা, আলোকিত নারী উন্নয়ন সমিতি, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ এবং বাধঁন হিজড়া সংঘ