
ঢাকা: রোববার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ধর্মঘট ডেকেছে মাংস ব্যবসায়ী সমিতি। শনিবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।
গাবতলি গরুহাটের ইজাবদারের অতিরিক্ত খাজনা আদায়, বিচারের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার হাজারীবাগ জবাই খানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে পূর্ব ঘোষিত ধর্মঘট পালনের আহ্বান জানান বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অত্যাচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় ধর্মঘট পালন করতে হচ্ছে দাবি করে বিজ্ঞপ্তিতে ক্রেতা সাধারণের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে।