Bahumatrik Logo
 
৪ ভাদ্র ১৪২৪, রবিবার ২০ আগস্ট ২০১৭, ৬:০৫ পূর্বাহ্ণ
Globe-Uro

রমজানে আদালতের নতুন সময়সূচি


১৩ মে ২০১৬ শুক্রবার, ০১:০১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রমজানে আদালতের নতুন সময়সূচি

ঢাকা : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আসবে। তবে আপিল বিভাগের সময়সূচি আগের মতোই থাকবে।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৩৭ সালের রমজান মাস শুরু হচ্ছে জুনের প্রথম সপ্তাহে।

এ উপলক্ষে সকল সরকারি ও আধা সরকারি দফতরের মতো আদালতের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন আসবে। রমজানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। শেষ হবে বেলা সোয়া ৩টায়। আর হাইকোর্ট বিভাগের দাফতরিক কার্যক্রম চলবে সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।
অপরদিকে রমজানে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চলবে বেলা ৩টা পর্যন্ত। নিম্ন

আদালতের দাফতরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সকল ক্ষেত্রেই বিচারকদের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর অন্যদের ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।

তবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যক্রম যথারীতি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগের নিয়মেই চলবে। মাঝে ৩০ মিনিট বিরতি থাকবে।
বাসস

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

আইন -এর সর্বশেষ

Hairtrade