Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

যৌন সুড়সুড়িতে ভরপুর `গ্রেট গ্র্যান্ড মস্তি`র ট্রেলর!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যৌন সুড়সুড়িতে ভরপুর `গ্রেট গ্র্যান্ড মস্তি`র ট্রেলর!

ঢাকা : যখন পোস্টার রিলিজ হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল `গ্রেট গ্র্যান্ড মাস্তি`-তে থাকছে আরও আরও অশ্লীলতা। এবার ট্রেলর রিলিজ হতেই দেখা গেল যৌনতার সুড়সুড়িতে ভরপুর `ট্রেলরটি`।

মাস্তি সিক্যুয়েলের তিন নম্বর সিনেমা পরিচালক ইন্দ্র কুমারের `গ্রেট গ্র্যান্ড মাস্তি।` ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। এই ছবির নায়ক রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি, বিবেক ওবেরয়দের দেখা যাবে এক `সেক্সি` ভূতের পাল্লায় পড়তে। তারপর কীভাবে তাঁরা সেই ভূতের হাতে নাস্তানাবুদ হন, সেই নিয়েই ছবি।

গ্রেট গ্র্যান্ড মাস্তি গার্ল হিসেবে থাকছেন উর্বশী রাউতেলা, সোনাল চৌহান, পূজা চোপড়া। এছাড়াও আছেন মিষ্টি,পূজা চোপড়া,শ্রদ্ধা দাস। 

`উড়তা পঞ্জাব` নিয়ে এত বিতর্কের মাঝে এই অ্যাডাল্ট কমেডিকে সেন্সর বোর্ড কীভাবে ছাড়পত্র দিল, ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে `গ্র্যান্ড মাস্তি` নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছিল।

দেখুন ট্রেলরটি-