20160615143142.jpg)
ঢাকা: ভারতের দ্বিতীয় সারির দলটির কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা গায়ে মেখেছে পূর্ণ শক্তির জিম্বাবুয়ে দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে মাত্র ১২৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ভারতের পেসার জাসপ্রিত বুমরার তোপের মুখে পড়তে হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের। ১০ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন বুমরা। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল।
জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গিয়েছিল ৪২.২ ওভারেই। সর্বোচ্চ ৩৮ রান এসেছে ভূসি সিবান্দার ব্যাট থেকে।
জয়ের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৫ ওভারেই কাঙ্খিত গন্তব্যে পৌঁছেছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও ফায়াজ ফজলের ব্যাটিং দৃঢ়তায় ১০ উইকেটে জয় সঙ্গী হয়েছে ভারতীয়দের।