Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

নোবেলজয়ী লেখক ইমরে কার্তেজের জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১ এপ্রিল ২০১৬

আপডেট: ০০:৪৩, ৫ এপ্রিল ২০১৬

প্রিন্ট:

নোবেলজয়ী লেখক ইমরে কার্তেজের জীবনাবসান

ঢাকা : সাহিত্যে নোবেলজয়ী প্রথম হাঙ্গেরিয়ান লেখক ইমরে কার্তেজ মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী বুদাপেস্টে নিজ বাসায় জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন কালজয়ী এই লেখক।

 স্থানীয় গণমাধ্যমগুলো কার্তেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

৮৬ বছর বয়সী এই লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং নাৎসি বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফেরা এক ভাগ্যবান। কার্তেজের জন্ম ১৯২৯ সালের ৯ নভেম্বর । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৪ বছর বয়স কার্তেজের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ধরা পড়েন কার্তেজ। কুখ্যাত বুচেনাল্ড কনসেনট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয় কার্তেজকে। যদিও ভাগ্যগুণে সেই কনসেনট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফেরেন কার্তেজ।

১৯৭৫ সালে প্রকাশিত হয় ইমরে কার্তেজের প্রথম উপন্যাস ‘ফেইটলেস’। ২০০২ সালে এই উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান কার্তেজ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer