Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হেলেন ক্লার্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৫ এপ্রিল ২০১৬

আপডেট: ১২:৪০, ৫ এপ্রিল ২০১৬

প্রিন্ট:

জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হেলেন ক্লার্ক

ঢাকা : জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে সংস্থাটির উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দেয়া নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক।

হেলেন ক্লার্ক সংস্থাটির ওই পদে নির্বাচিত হতে পারলে তিনিই হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব।

জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। এরপরই শুরু হবে নতুন মহাসচিব নিয়োগের তোড়জোড়।

বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্থাটির মহাসচিব নির্বাচিত হলে তিনি জার্মানি, জাপান, ব্রাজিল ও ভারতকে স্থায়ী সদস্য পদ দেয়ার চেষ্টা করবেন। 

তিনি আরো মনে করেন, একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে।

হেলেন ছাড়াও আরো তিন নারী জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হতে আগ্রহ প্রকাশ করেছেন। এদের অন্যতম হচ্ছেন ইউনেস্কো প্রধান ইরিনা বোকোভা। তিনি বুলগেরিয়ার নাগরিক।