Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

‘জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে বিএনপি’

ঢাকা : জঙ্গিবাদ মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিলে বিএনপি তাতে সাড়া দেবে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মওদুদ বলেন, দেশের জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিলে বিএনপি তাতে সাড়া দেবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে কয়টি হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর একটিরও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। গণতন্ত্র না থাকার কারণে জঙ্গিবাদী গোষ্ঠীরা এর সুযোগ নিচ্ছে।

বহুমাত্রিক.কম