Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ অগ্রাহায়ণ ১৪২৭, বুধবার ০২ ডিসেম্বর ২০২০, ৫:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে বিএনপি’


১৭ জুন ২০১৬ শুক্রবার, ০৪:১১  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


‘জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে বিএনপি’

ঢাকা : জঙ্গিবাদ মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিলে বিএনপি তাতে সাড়া দেবে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মওদুদ বলেন, দেশের জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিলে বিএনপি তাতে সাড়া দেবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে কয়টি হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর একটিরও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। গণতন্ত্র না থাকার কারণে জঙ্গিবাদী গোষ্ঠীরা এর সুযোগ নিচ্ছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।