Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

কবি মহাদেব সাহা অসুস্থ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কবি মহাদেব সাহা অসুস্থ

ঢাকা : প্রেম ও দ্রোহের কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ। কানাডার প্রবাসী এই কবি গত ২৫ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে কানাডার ক্যানগেরির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগে দুইদিন চিকিত্সা সেবা দেওয়ার পর তাকে কেবিনে প্রেরণ করা হয়েছে।

ফুটফিল হাসপাতাল থেকে মোবাইলে কবির স্ত্রী নীলা সাহা জানিয়েছেন, কবি মহাদেব সাহা ফুসফুসে সমস্যা ও হার্টের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার সোডিয়াম লেভেল কমে যাওয়ায় তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেছেন।