Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৯ জ্যৈষ্ঠ ১৪২৫, বৃহস্পতিবার ২৪ মে ২০১৮, ৬:৪১ পূর্বাহ্ণ
Globe-Uro

উত্তরা ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


০৮ জুন ২০১৬ বুধবার, ১২:৪৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


উত্তরা ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবি-সংগৃহীত

ঢাকা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানির উত্তরা ইউনিভার্সিটিতে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার আশুলিয়ার গ্রামভাটুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নিম, কড়ই-সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

উত্তরা ইউনভার্সিটির উপ-উপাচার্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা সংগঠনের সভাপতির হাতে গাছের চারা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনভার্সিটির ইংরেজী বিভাগের শিক্ষক ইশরাত জাহান, বাংলা বিভাগের শিক্ষক শামস আল-দ্বীন ও এডুকেশন বিভাগের শিক্ষক দুলালী রাণী সাহা।

এ সময় অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের সুরক্ষায় গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তা পরিচর্যার মধ্যদিয়ে বড়ো করতে হবে। ডক্টর লেখা সবাইকে এ মৌসুমে অন্তত একটি ফলজ, বনজ বা ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea
Intlestore

শিক্ষা -এর সর্বশেষ

Hairtrade