Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

ইসলামী ব্যাংকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ:পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২৯ অক্টোবর ২০১৫

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইসলামী ব্যাংকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ:পরিকল্পনামন্ত্রী

ছবি-সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে অর্থনীতির ৩২ শতাংশই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

বুধবার সন্ধ্যায় হোটেল রেডিসনে শরীয়াহ বোর্ড ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ (আইবিসিএফ) অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থনীতিতে ইসলামী ব্যাংকগুলোর অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের কাজ কর্মের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংক সমাজে মত প্রতিষ্ঠার জন্য কাজ করছে। সেই জন্য শুধু বাংলাদেশেই নয় বিশ্বে ইসলামী ব্যাংকিং জনপ্রিয়তা বাড়ছে। নেদারল্যান্ড, লুক্সেমবার্গের মতো দেশেও জনপ্রিয় হচ্ছে ইসলামি ব্যাংকিং সেবা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ৯০০ অধিক ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে। তারপরেও অনেকে ইসলামী ব্যাংক সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা রাখেন না। এজন্য  জনগণকে উৎসাহিত করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
 
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যানের চেয়ারম্যান এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer