Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

গাছের সাথে এ কেমন শত্রুতা 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৯, ২৯ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

গাছের সাথে এ কেমন শত্রুতা 

ছবি : বহুমাত্রিক.কম

নওগাঁ : গাছের সাথে এ কেমন শত্রুতা ? নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর গ্রামের মৃত-সফিজ উদ্দিনের ছেলে মিজানুরের ৩০টি রেশমসহ বিভিন্ন জাতের মোট ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার জোয়ানপুরগ্রামের একটি রেশম বাগানে এ গাছ কর্তনের ঘটনা ঘটেছে।

বাগানের মালিক ওই গ্রামের সফিজ উদ্দীনের ছেলে মিরাজুল জানান, ১বছর আগে ২ বিঘা জমিতে রেশম বাগান গড়ে তুলি। এ বাগানে প্রায় ২ হাজার রেশম গাছসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত-মেহের আলী ছেলে আব্দুল খালেক, কুতুব উদ্দীন, বাবলু (বড় বাবু), হাইদার, হান্নান, হারুনুর রশিদ এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিলাল অফিসে লিখিত অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিলাল অফিসে মাঠ কর্মী মঞ্জুর আহম্মেদ বলেন, ব্যক্তি চাষ করলেও এ বাগান সম্পূর্ণ সরকারি সম্পত্তি। এ বাগানের গাছ কাটার অভিযোগের ভিত্তিতে বাগান পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer