Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

হোয়াটসঅ্যাপে চালু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ‘ডার্ক মোড’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

হোয়াটসঅ্যাপে চালু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ‘ডার্ক মোড’

ঢাকা : বিশ্বজুড়ে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপলিকেশন হোয়াটসঅ্যাপে কবে থেকে ‘ডার্ক মোড’ থিম চালু হবে, অনেকদিন ধরেই নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে এই প্রশ্ন। এবার এর সঠিক উত্তর মিলবে বলে আশা করা যাচ্ছে।

সম্প্রতি নিজেদের পরবর্তী ২.২০.৮ ভার্সনের জন্য গুগল প্লে বেটা প্রোগ্রামে আবেদন করেছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। খবর এইসময়।

ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, ব্যবহারকারীদের ‘বাগ ফ্রি’ অভিজ্ঞতা দিতেই এখনও ডার্ক থিমের ওপর কাজ করছে। অর্থাৎ ডার্ক মোড পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

তবে ডার্ক থিম না থাকলেও হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে থাকছে নতুন ফিচার্স। যার মধ্যে রয়েছে সিস্টেম ইভেন্ট বাবল ফিচার, যা ‘এনক্রিপটেড’ বার্তা দেয়। এর ফলে হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেট থেকে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।

ফেসবুক মালিকানাধীন মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম অ্যাপলিকেশনে আগেই চালু হয়েছে ডার্ক মোড। শিগগিরিই হোয়াটস অ্যাপেও ফিচারটি চালু হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।

বিশেষজ্ঞদের মতে, অন্য থিমের তুলনায় স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে সহায়তা করে

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer