Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২৫ জুন ২০২১

প্রিন্ট:

রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মাতুয়াইলে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির ছাপাখানায় অভিযান চালিয়ে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প, নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ছাপাখানাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দুই রুমের ছোট ছাপাখানাটিতে প্রতি ঘণ্টায় ছাপা হতো কোটি টাকার স্ট্যাম্প। ভাড়া ছাপাখানায় তৈরি হতো ১০ থেকে থেকে ৫০০ টাকার রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি সংবলিত পাতা। তবে সবই জাল। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলত জাল স্ট্যাম্প তৈরির কাজ। ঢাকাসহ সারাদেশে কমিশনভোগী এজেন্ট ছিল চক্রটির।

পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম বলেন, ১০ থেকে ৫০০ টাকা দামের স্ট্যাম্প তৈরি করত চক্রটি। তাদের প্রেসে প্রতি ঘণ্টায় কোটি টাকার জাল স্ট্যাম্প তৈরি হতো। ঢাকাসহ বিভিন্ন জেলায় তাদের কমিশনভোগী এজেন্ট রয়েছে। এই চক্রে আছে অসাধু ভেন্ডরদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

পুলিশ বলছে, এর ফলে প্রতি মাসে কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer