Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে ল্যাবে ৫ মিনিটে কোভিড-১৯ টেস্টের প্রযুক্তি উদ্ভাবন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৮ মার্চ ২০২০

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে ল্যাবে ৫ মিনিটে কোভিড-১৯ টেস্টের প্রযুক্তি উদ্ভাবন

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ল্যাব বহনযোগ্য একটি টেস্ট উপকরণ তৈরি করেছে, এর মাধ্যমে ৫ মিনিটের কম সময়ে যে কারো কোভিড-১৯ টেস্ট করা যাবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এ্যাববোট ল্যাবরেটরিস বলেছে, যথাসম্ভব দ্রুত সময়ে পর্যাপ্ত টেস্ট শুরু করতে এটি স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরি অনুমোদন দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র এই পরীক্ষণ যন্ত্রটিতে মলিকুলার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তবে এটিতে ১৩ মিনিটের মধ্যে করোনা নেগেটিভ রেজাল্ট পাওয়া যাবে।

এ্যাববোট প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার রবার্ট ফোর্ড বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বহুমুখী লড়াই চালাতে হবে এবং এই পোর্টেবল মলিকুলার টেস্ট কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাওয়ায় বৃহৎ পরিসরে ডায়াগনস্টিক সমস্যার সমাধান হবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি খুব প্রয়োজন।’

ফোর্ড বলেন,টেস্টের ক্ষুদ্র আকারের তাৎপর্য হলো, এটি হাসপাতালের চার দেয়ালের বাইরে মহামারী ছড়িয়ে পড়া হটস্পটগুলোতে স্থাপন করা যাবে। এ্যাববোট এসব এলাকায় এই টেস্ট নিয়ে যাওয়ার জন্য এফডিএ’র সঙ্গে কাজ করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer