Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ৭ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে হুয়াওয়ে

ঢাকা : যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একটি মামলা করেছে চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে।প্রতিষ্ঠানটির পণ্যের ওপর দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয় বলে বিবিসির বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের কোনও পণ্য ব্যবহার করতে পারে না দেশটির সরকারি কোনও সংস্থা।

বিবিসি জানায়, হুয়াওয়ের পণ্য দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ থেকে গত বছর মার্কিন কংগ্রেসে হয়াওয়ের ব্যবসা সীমাবদ্ধ করে দেওয়া নিয়ে একটি বিল পাস হয়। এরপর এটি আইনে পরিনত হয়।

ওই আইনের একটি অনুচ্ছেদ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করা হুয়াওয়ে বলছে, যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তার পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা। একই সঙ্গে চীন সরকারের সঙ্গে কোনও ধরনের সর্ম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের বর্তমান চেয়ারম্যান গুও পিং বলেছেন, হুয়াওয়ের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সরকার তাদের আরোপিত নিষেধাজ্ঞার সমর্থনে প্রমাণ দিতে বারবার ব্যর্থ হয়েছে। যথাযথ ও শেষ উপায় হিসেবেই আমরা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা শুধু বেআইনিই নয়, এটি অবাধ প্রতিযোগিতায় হুয়াওয়ের অংশগ্রহণকেও বাধাগ্রস্ত করছে।

এর ফলে মার্কিন ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন হুয়াওয়ের চেয়ারম্যান গুগ পিং।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer