Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিধিমালা পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৪ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিধিমালা পরিবর্তন

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিধিমালায় পরিবর্তন এনেছে সরকার।বুধবার এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন থেকে ১৪ দিন নয়, লন্ডন থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র চারদিন।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকার করলেও, তার সব খরচ বহন করতে হবে যাত্রীদেরকেই। এছাড়া, বলা হয়েছে, কোয়ারেন্টিন শেষে কোভিড-১৯ পরীক্ষার পর নেগেটিভ সনদ পাওয়ার পরই নিজ বাসায় ফেরার সুযোগ মিলবে তাদের।

তবে, ফলাফল পজিটিভ এলে, সরকার নির্ধারিত হাসপাতালে নিজেদের অর্থেই চিকিৎসা নিতে হবে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer