Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১১:৩৭, ৩১ জুলাই ২০২১

আপডেট: ১৩:৩৫, ১৯ জুলাই ২০২২

প্রিন্ট:

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় করোনায় শনাক্তের হার ৪১ দশমিক ৪১শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন।

শনিবার পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ৮ জন করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নওমহলের আবদুল আউয়াল (৭২), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের আবদুল আজিজ (৭০) ও হামিদা খানম (৮৫), টাঙ্গাইল কালীহাতীর হাবিবুল্লাহ (৫৮)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৮জন মারা গেছেন- ময়মনসিংহ মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০) ও মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতির আবদুর রহমান, ৭৮),কিশোরগঞ্জ সদর রাশিদা (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন এবং নতুন সনাক্ত হয়েছেন ২৬০জন। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৩১৪ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় হাজার ৬৫২ নমুনা পরীক্ষা করে ২৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪১শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer