Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভবিষ্যতে সব নির্বাচন ইভিএমে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

ভবিষ্যতে সব নির্বাচন ইভিএমে: সিইসি

ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদা বলেছেন, ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে। ইভিএমে ভোট গ্রহণ একদিকে সহজ, অন্যদিকে এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়। আগের মত ভোটের ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয়না। 

বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ে স্থানীয় প্রশাসন, কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা গুলো বলেন।

সিইসি বলেন, বগুড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক জানিয়েছেন। বগুড়ার এই নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছেনা। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন।

ইসি সচিব মো. আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুরু-উর- রহমান এ সময় সিইসির সঙ্গে ছিলেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer