Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

বিশাখাপত্তমের উদ্দেশ্যে জেটি ছেড়েছে ‘সমুদ্র অভিযান’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বিশাখাপত্তমের উদ্দেশ্যে জেটি ছেড়েছে ‘সমুদ্র অভিযান’

ছবি- সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশ্যে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে।

শ্রীলংকায় ৭ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে সেখানে ১৪ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে।

আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়,জাহাজটি জেটি ছাড়ার সময় শ্রীলংকা নৌবাহিনীর প্রশ্চিমাঞ্চল এরিয়ার সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলংকান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শ্রীলংকা প্রশিক্ষণ সফর উপলক্ষে ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশে হাই কমিশন জাহাজে শ্রীলংকান নৌবাহিনীর সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন।

নৈশ ভোজে প্রধান অতিথি হিসেবে শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সচিব জেনারেল এসএইচএস কোট্টেগোদা (অব:) উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় শ্রীলংকা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সফরকালে শ্রীলংকা নৌবাহিনীর জুনিয়র অফিসাররা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক শ্রীলংকার পশ্চিমাঞ্চাল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল সুমিত ওভেরা সিংহ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
শ্রীলংকার চিফ অব ডিফেন্স স্টাফ এডমিরাল আরসি উইজেগুনরত্নে,কমান্ডার অব শ্রীলংকা নেভী,ভাইস এডমিরাল

কেকেভিপিএইচ দে সিলভা,কমান্ডার অব এসএলএন এয়ার ফোর্স এয়ার মার্শাল ডিএলএস ডিয়াস উপস্থিত ছিলেন। এছাড়া শ্রীলংকায় অবস্থিত বিভিন্ন দেশের ডিফেন্স এডভাইজাররা এতে অংশগ্রহণ করেন।

বানৌজা সমুদ্র অভিযান জাহাজের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম এধান অতিথিকে জাহাজের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন। একই দিন দুপুরে শ্রীলংকায় নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনার কমান্ডার এস আসলাম পারভেজ(টিএএস) বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer