Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ৩১ মার্চ ২০২০

প্রিন্ট:

বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শিল্পখাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আজ মঙ্গলবার বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পের শ্রমিকগণ সমস্যায় পরেছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।

তিনি বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। বাসস

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer