Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

‘বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা রয়েছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ১২ জুন ২০২১

প্রিন্ট:

‘বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা রয়েছে’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, “বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা রয়েছে। আগ্রহীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন।”শনিবার এক টুইট বার্তায় বিক্রম দোরাইস্বামী এ তথ্য দেন।

হাইকমিশনার টুইট বার্তায় আরও লিখেছেন, “ভারতের দিক থেকে সীমান্ত খোলা রয়েছে। আমাদের দিক থেকে কিন্তু বন্ধ করা হয়নি। বাংলাদেশের আমাদের ১৫টি ভিসা সেন্টারগুলোর মধ্যে প্রায়গুলোই খোলা রয়েছে, তবে যে জেলাগুলোতে কঠোর লকডাউন চলছে সেগুলো ছাড়া।”

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তখন দুই সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন। এরপর দফায় দফায় সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়।

তবে বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম—শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer