Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ইউনেস্কোর বই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ৮ মার্চ ২০২২

প্রিন্ট:

বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ইউনেস্কোর বই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে বই প্রকাশ করেছে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ (আইসিডিএইচ)। জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়টি `মেমোরি অব দ্য ওয়ার্ল্ড` স্মারক তরুণ প্রজন্মের পাঠকদের জন্যে বইটিতে বিশেষভাবে স্থান পেয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুর অনন্য ভাষণটিও রয়েছে।

সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে একথা জানানো হয়।

বাংলাদেশে ইউনেস্কার প্রতিনিধি বিয়াত্রিস কালডুন বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে `মেমোরি অব দ্য ওয়ার্ল্ড` হিসেবে স্বীকৃতি দেওয়ার পর আরেক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে আইসিডিএইচ সল্ফপ্রতি প্রকাশ করেছে সচিত্র গ্রন্থ `মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার`। বাংলাদশের আধুনিক ইতিহাসের সূচনা বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমেই হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সারওয়ার আলী, সাবেক সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, আইসিডিএইচের পক্ষে সিউং চিউল লি, বইটির সম্পাদক আনজি কিম প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer