Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে মোদিকে অনুরোধ মমতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২৮ জুলাই ২০২১

প্রিন্ট:

পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে মোদিকে অনুরোধ মমতার

আবারো তিন বছর পর ভারতের পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মোদির সাথে বৈঠকে এ কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের নাম বদল নিয়ে চর্চা হয়েছে। বলেছি, অনেক দিন হয়ে গিয়েছে। এ বার মেহেরবানি করে ওটা করে দিন।’’

মমতা বলেন, বাংলা ভাষায় ‘ওয়েস্ট বেঙ্গল’কে পশ্চিমবঙ্গ বলা হলেও সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ই রয়েছে। তার অভিযোগ, দেশে সব রাজ্যের ডাক পড়লে এই রাজ্যের ডাক পড়ে শেষে। মুখ্যমন্ত্রী কী বলছেন, শোনার ধৈর্য কারো তেমন থাকে না।

এদিকে মোদি মমতাকে বলেন, অনেক রাজ্য বিধান পরিষদ তুলেও দিয়েছে। মুখ্যমন্ত্রীকে নিজেকেও উপনির্বাচনে জিতে আসতে হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘‘আমরা চাই রাজ্যগুলির উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হোক। এখন বাংলার কভিড পরিস্থিতি ভাল। তৃতীয় ঢেউ এলে নির্বাচন করানো যাবে না।’’

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হলে, বাংলাদেশের সঙ্গে নামের মিল তৈরি হবে। তিন বছর আগে, ২০১৮ সালের ২৬ জুলাই বঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব গৃহীত হয়েছিল। পরে তা কেন্দ্রের কাছে পাঠানো হয়। ২০১৯-এর জুলাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে প্রশ্নের উত্তরে জানায়, ‘রাজ্যের নাম বদল করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন। এখনও সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব নেই।’

এর আগে ১৯৯৯ সালে প্রস্তাব এসেছিল ‘ক্যালকাটা’কে ‘কলকাতা’ এবং পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার। প্রথমটা হলেও পরেরটা হয়নি। মমতার সরকার রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছিল। কিন্তু কেন্দ্রের সাড়া মেলেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer