Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ, অবস্থার অবনতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৫ জুন ২০২০

প্রিন্ট:

নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ, অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তার অপারেশন করা হচ্ছে।

মোহাম্মদ নাসিমের সাবেক এপিএস মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজ সকালে (শুক্রবার) হঠাৎ করে ব্রেনস্ট্রোক করেছে, এখন অপারেশন চলছে।বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন জয়।

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer