Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

তাবিথের ওপর হামলার ঘটনা তদন্তের নির্দেশ ইসি’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২১ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

তাবিথের ওপর হামলার ঘটনা তদন্তের নির্দেশ ইসি’র

ঢাকা: নির্বাচনী প্রচারণায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন ইসি’র সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কারিগরি সহায়তা ছাড়া সেনাবাহিনী অন্য কোনো দায়িত্ব পালন করবে না।ইসি সচিব বলেন, বিএনপি তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছেন কমিশনের কাছে। কমিশন শুনেছে এবং সাথে সাথে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য।

ইসি সচিব আরো বলেন, জাতীয় নির্বাচন যখন হয় তখন সেনাবাহিনী দায়িত্বে থাকে। এটা জাতীয় নির্বাচন নয় এটি স্থানীয় সরকার নির্বাচন। তো এখানে সেনাবাহিনীর কোন দায়িত্ব দেওয়া হয়নি। ওখানে খালি যারা ইভিএমের এক্সপার্ট তাদেরকে শুধু রাখা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer