Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডিসেম্বরেই আসছে আরও ৫ সিনেমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ৪ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

ডিসেম্বরেই আসছে আরও ৫ সিনেমা

ছন্দে ফিরতে শুরু করেছে ঢালিউড। চলছে নতুন এবং আটকে যাওয়া সিনেমার কাজ। প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে সিনেমা, হলে ফিরছে দর্শক।

চলতি বছরের শেষে জমে উঠেছে ফিল্মপাড়া। নভেম্বরে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। যৌথভাবে এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান প্রমুখ।

মুক্তির প্রথম দিন থেকেই আলোচনায় সিনেমাটি। থ্রিলারধর্মী এ সিনেমাটি বেশ প্রশংসা করছে নেটিজেনরা। হলেও আসছে দর্শক। শুক্রবার সারাদেশের ৫০টি হলে মুক্তি পেয়েছে এটি। সবগুলোই হল ছিল দর্শকপূর্ণ। দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’। এ সিনেমার মাধ্যমে খরা অনেকটাই কাটবে বলে আশা করেন হল মালিকরা।

মুক্তির অপেক্ষায় আছে প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’। ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এটি। সরকারি অনুদানের নির্মিত হয়েছে সিনেমাটি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে একজন নারীর সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘কালবেলা’। এ সিনেমায় অভিনয় করেছেন শিশির আহমেদ, তাহমিনা অথৈ, ফখরুল বাশার, মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

একই দিনে মুক্তির অপেক্ষায় আছে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটিও। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, জয়রাজ, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, প্রমুখ।

সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ডিসেম্বর পর্দায় আসবে অঞ্জন আইচের ‘আগামীকাল’। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল প্রমুখ। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্পে নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

বিজয়ের মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’। ৩১ ডিসেম্বর মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। ক্রিয়েটিভ পরিচালক হিসেবে হিসেবে ছিলেন জুয়েল মাহমুদ। ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছা রেনুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

একই দিনে মুক্তির অপেক্ষায় আছে অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’। এটি পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন মীর সাব্বির, ঐশী, আবু হুরায়রা তানভীর, তানিন তানহা প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer