Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ মে ২০২৪

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭: আহত ৬৫০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২২ মার্চ ২০১৯

প্রিন্ট:

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭: আহত ৬৫০

ঢাকা : চীনের পূর্বাঞ্চলে জিয়াংসু রাজ্যে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাড়ে ৬০০ জনেরও অধিক।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজ্যের ইয়াংছেন এর চেনজিয়াং শিল্প এলাকার তিয়াংজয়ি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

সার তৈরির কারখানাটির অভ্যন্তরে বিস্ফোরণের পর বিরাট আগুনের কুণ্ডলির সৃষ্টি হয়ে ওই এলাকা ধূয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে চীনের ভূমিকম্প জরিপ অধিদপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৬৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ১৬টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer