Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চীনে উইকিপিডিয়ার সকল সংস্করণ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ১৬ মে ২০১৯

প্রিন্ট:

চীনে উইকিপিডিয়ার সকল সংস্করণ বন্ধ

ঢাকা : গত এপ্রিল থেকে উইকিপিডিয়ার সকল সংস্করণ বন্ধ রয়েছে চীনে। উইকিপিডিয়ার মালিকানা প্রতিষ্ঠান উইকিমিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ অনুসন্ধানকারীরা জানিয়েছেন, চীনে আরো হাজারো ওয়েবসাইটের সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে উইকিপিডিয়াও।

এর আগে কেবল উইকিপিডিয়ার চীনা ভাষা সংস্করণ বন্ধ করা হয়েছিল। এখন সকল সংস্করণই বন্ধ করে দেয়া হয়েছে। উইকিমিডিয়া জানিয়েছে, এই বন্ধের ব্যাপারে কোনো নোটিশ পায়নি তারা।


এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, উইকিমিডিয়া ফাউন্ডেশন গত এপ্রিলের শেষের দিকে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে চীনে উইকিপিডিয়া আর উন্মুক্ত নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer