Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গ্রাহক ঠকানোয় স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

গ্রাহক ঠকানোয় স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা

ঢাকা :মিথ্যা তথ্য দিয়ে চটকদার বিজ্ঞাপন তৈরির অভিযোগ এনে স্যামসাং ফোনের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা করা হয়েছে। মামলাটি করেছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’।

এই কমিশনের চেয়ারম্যান রড সিমস জানান স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে ফোনগুলো যে কোনও রকমের পানির নিচে, এমনকি সমুদ্র বা সুইমিং পুলের পানির নিচেও ব্যবহার করা যেতে পারে। এই তথ্য একেবারেই সত্য নয়। স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে ৫ ফুট পানির গভীরে অন্তত ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে ফোনগুলো। কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ পরীক্ষাতেই তা ফেল করেছে।

তবে এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তারা এসিসিসির মামলা আদালতের মাধ্যমে মোকাবেলা করবে এবং নিজেদের বিজ্ঞাপনের পক্ষেই থাকবে।

‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’-এর অভিযোগ যদি প্রমাণিত হয় সে ক্ষেত্রে ১০ মিলিয়ান অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০ কোটি টাকার সমান) জরিমানা গুনতে হতে পারে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানকে।

উল্লেখ্য জার বিশ্লেষক সংস্থা ক্যানালিস-এর তথ্য অনুযায়ী, স্যামসাং ২০১৮ সালে মোট ৪০ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer