Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

গাজায় আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ১২৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ মে ২০২১

প্রিন্ট:

গাজায় আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ১২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে চারজন নিহত হওয়ায় গত ১১ মে থেকে এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩১ শিশু ও ২০ নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ৯২০ ফিলিস্তিনি।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত চলছে। শুক্রবারও বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করা হচ্ছে। এদিকে ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলাও অব্যাহত রেখেছে।

পাঁচদিন আগে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত হাজারের কাছাকাছি মানুষ হতাহত হয়েছেন। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে।

এ যাবত কালের সবচেয়ে সহিংস রাত পার করার জানিয়েছেন ফিলিস্তিনিরা। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে। এ হামলায় অন্তত ১২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজার খানেক।

অন্যদিকে হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত আটজন ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু, একজন ভারতীয়, একজন বয়স্ক নারী ও এক ইসরায়েলি সেনাসদস্য রয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক ডজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer