Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ মে ২০২৪

কৃষি আইন বাতিলের অনুমোদন দিলো ভারতের পার্লামেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ২৯ নভেম্বর ২০২১

প্রিন্ট:

কৃষি আইন বাতিলের অনুমোদন দিলো ভারতের পার্লামেন্ট

কয়েক দিন আগেই বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশটির পার্লামেন্টেও সেটির অনুমোদন দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সংসদ অধিবেশনের প্রথম দিনই ভারতের পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় সভায় কৃষি আইন তিনটি বাতিলের পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। সূত্রের খবর, আজ রাতের মধ্যেই এতে রাষ্ট্রপতির স্বাক্ষর নেওয়া হবে।

এদিন স্থানীয় সময় দুপুর ১২.৬ মিনিটে লোকসভায় কৃষি আইন বাতিলের আইনটি তোলা হয়। এর ৪ মিনিটের মধ্যেই এটি সেখানে পাশ হয়। এরপর রাজ্য সভায় তোলা হলে সেখানে পাশ হতে কিছুটা সময় লেগেছে। আইনপ্রণেতারা কিছুক্ষণ এ নিয়ে আলোচনা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer