Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রক্তদাতা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রক্তদাতা শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ছবি : বহুমাত্রিক.কম

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বন্ধুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চারের অধিকবার রক্তদাতা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্ধুর সভাপতি আশরাফুল রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এমরান কবীর চৌধুরী বিশ্ববিদ্যালয়ের চারের অধিকবার রক্তদাতা শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ড.এমরান কবীর চৌধুরী বলেন,আমরা অনেকেই অনেকভাবে নিজেদের সাহস দেখানোর চেষ্টা করি।কিন্তু নিজের গায়ের রক্ত দিয়ে অন্যকে বাঁচানোর সাহস সবাই করতে পারেনা।তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সাহস করছো,তোমাদের জন্য আমার শুভকামনা।

এ সময়টাই তো তোমাদের,ভবিষ্যতেও তোমরা মানবসেবার এ ধারা অব্যাহত রাখবে।
সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.শামীমুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভব্রত সাহা,বন্ধুর উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আবু বক্কর সিদ্দিক সোহেল,বন্ধুর সাধারণ সম্পাদক শাহবাজ সানী, সহ আরও অনেকে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন বন্ধু ২০১৫ সাল থেকে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer