Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কম্বোডিয়ায় ভবন ধসে ৩ জন নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২২ জুন ২০১৯

প্রিন্ট:

কম্বোডিয়ায় ভবন ধসে ৩ জন নিহত

ঢাকা: কম্বোডিয়ার সমুদ্র সৈকত এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। 

সমুদ্র সৈকতের সাথে লাগোয়া সিহানৌকভিল শহরে সাততলা বিশিষ্ট ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। এ সময় ভবনের ভিতরে নির্মাণ কর্মীরা ছিল। চীনের একটি কোম্পানি ভবনটির মালিক।

প্রিয়াহ সিহানৌক প্রদেশের গভর্নর ইউন মিন এএফপি’কে বলেন, ‘আমরা একটি লাশ উদ্ধার করেছি এবং ধ্বংস্তুপের ভিতরে আরো দু’টি লাশ দেখেছি।’
তিনি আরো জানান, এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

ভবনটির ভিতরে আরো অনেকে চাপা পড়ে থাকার আশংকায় সেখানে জোরদার উদ্ধার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে বিভিন্ন ছবিতে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ভবনটির ধ্বংস্তুপের ভিতরে ৩০ জনের বেশি লোক রয়েছে।

তিনি বলেন, নিহতদের সকলেই কম্বোডিয়ার নাগরিক। এদের মধ্যে দু’জন নির্মাণ কর্মী ও একজন দোভাষী।গভর্নর ইউন মিন আরো জানান, চীনের এক নাগরিক ভবনটির মালিক। তিনি কম্বোডিয়ার এক মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer