Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচন: কাপাসিয়ায় প্রচারে এগিয়ে আ’লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ১৫ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উপজেলা নির্বাচন: কাপাসিয়ায় প্রচারে এগিয়ে আ’লীগ প্রার্থী

ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ আমানত হোসেন খান নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিছুর রহমান আরিফ আনারস  প্রতীক, স্বতন্ত্র  প্রার্থী মোঃ রুহুল আমীন মোটর সাইকেল, জাতীয় পার্টির মোঃ এনামুল কবির লাঙল প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারণায় আছেন।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত এখন প্রার্থীরা। প্রার্থীদের সাথে রয়েছে একঝাক নতুন ও পুরাতন ত্যাগী নেতা-কর্মী। সরকার দলীয় প্রার্থী অ্যাড. মোঃ আমানত হোসেন খান গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রচারণায় দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকার বিকল্প নেই বলে প্রচার চালাচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা নিজস্ব বক্তব্য ও কৌশল দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

এলাকা ঘুরে দেখা গেছে, সকল মান-অভিমান ভুলে দলীয় নেতা-কর্মীরা একাট্রা হয়ে নৌকার পক্ষে কাজ করছে। অনেকেই জানান, ব্যক্তি নয়, আমরা নৌকার পক্ষে কাজ করছি। এদিকে সম্প্রতি সাংস্কৃতিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ঢাকার বনানীতে নিজ অফিসে কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে একটি সভা করেন। সেখানে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার জন্য তাগিদ দেন। দল (নৌকা) মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ (তালা) মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাঃ রওশন আরা সরকার (কলস) এর পক্ষে সবাইকে একতাবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আ’লীগ প্রার্থী আমানত হোসেনের পক্ষে প্রচারণায় রয়েছে উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম সেলিম, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আল আমিন, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, ইউনিয়ন আ’লীগ সভাপতি অ্যাড. আব্দুল মালেক, চাঁদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মিজানুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হালিম মাস্টার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ গাফ্ফার, যুবলীগ সহ সভাপতি  সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা সাহেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা তায়েব খান কিশোর, পারভেজ রানা, রাসেল খান, জোনায়েদ ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer