Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

ভারতে কয়েক সপ্তাহের লকডাউনের পরামর্শ ফাউসি’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১ মে ২০২১

প্রিন্ট:

ভারতে কয়েক সপ্তাহের লকডাউনের পরামর্শ ফাউসি’র

ভারতের ভয়াবহ করোনা সংক্রমণ রোধে দেশটিকে এখনই লকডাউনের পথে হাঁটা উচিত বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি।

জো বাইডেন সরকারের এই প্রধান মেডিকেল উপদেষ্টা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‌ভারতে করোনার সংক্রমণ কমাতে এ মুহূর্তে দেশটিকে কয়েক সপ্তাহের জন্য লকডাউনের পথে হাঁটা উচিত।’‌

তিনি বলেন, শাটডাউন করা খুব দরকার ছিল। দেশের সমস্ত কাজকর্ম থমকে যেত, কিন্তু দরকার ছিল। চীনে যখন প্রথম করোনা প্রাদুর্ভাব শুরু হয় তখন সম্পূর্ণ লকডাউন করতে বাধ্য হয়েছিল ওরা। বলছি না ছয় মাস ধরে বন্ধ করতে। কিন্তু কয়েক সপ্তাহ করা যায়। প্রাদুর্ভাবের গতিবেগ ও সংক্রমণ হার কমাতে এছাড়া বিকল্প পথ কিন্তু নেই। তবে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘লকডাউন রাজ্যগুলোর কাছে যেন চূড়ান্ত অস্ত্র হয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer