Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

প্রিন্স চার্লসের শরীরেও করোনার সংক্রমণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৫ মার্চ ২০২০

প্রিন্ট:

প্রিন্স চার্লসের শরীরেও করোনার সংক্রমণ

ঢাকা : করোনা ভাইরাসের করাল থাবা বিশ্ব জুড়ে। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ব্রিটেনেও করোনায় ভাইরাসের ভয়াবহ প্রকোপ ছড়িয়ে পরেছে। বাদ গেলো না দেশটির ঐতিহাসিক রাজ পরিবারও। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত করেছে দেশটির চিকিৎসকরা।

অথচ করোনার আতঙ্কে হ্যান্ডশেক বন্ধ হওয়ার কারণে বেদনাহত হয়েছিলেন তিনি। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু সেখানে উপস্থিত বিশেষ ব্যক্তিদের সঙ্গে সৌহার্দ বিনিময় করতে গিয়ে তিনি ভুল করে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে তিনি হাত সড়িয়ে নিয়ে নমস্কারের পদ্ধতি অবলম্বন করে সৌহার্দ বিনিময় করেন।

এ ঘটনা সম্পর্কে ৭১ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যান্ডশেক না করার ব্যপারটি মনে রাখা খুবই কঠিন ও পীড়াদায়কও।’