Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিনেট কমিটির জিজ্ঞাসাবাদে যাচ্ছেন ট্রাম্পের ছেলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৬ মে ২০১৯

প্রিন্ট:

সিনেট কমিটির জিজ্ঞাসাবাদে যাচ্ছেন ট্রাম্পের ছেলে

ঢাকা : মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটির জিজ্ঞাসাবাদে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কমিটির সঙ্গে ট্রাম্প জুনিয়রের মতৈক্য হয়েছে। আগামী জুনের কোনো এক সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে কমিটি।

ওই সূত্র জানায়, কমিটিতে ট্রাম্প জুনিয়রকে মস্কোতে ট্রাম্প টাওয়ার প্রকল্প, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা উপদেষ্টা পল ম্যানাফোর্ট, জামাতা জারেদ কুশনার এবং এক রুশ আইনজীবীর বৈঠকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables