ফাইল ছবি
নিউইয়র্কে বাজিমাত করেছেন ডেমোক্রেট জোহরান মামদানি। কার্যত তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভ করেছেন। অনেক রেকর্ড গড়ে তিনি হয়েছেন নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও প্রথম মুসলিম মেয়র। তার কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই জয়ের প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের শাটডাউনকে দায়ী করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের শাটডাউন। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই শাটডাউনে সরকার বন্ধ থাকাটাই তার দলের বড় পরাজয়ের কারণ। নিউইয়র্ক থেকে বিবিসির সাংবাদিক মরগ্যান গিশল্ড মিনার্ড বলছেন, হোয়াইট হাউস ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ডেমোক্রেটদের ওপর সরকার বন্ধের পুরো দায় চাপানোর চেষ্টা সত্ত্বেও বুধবার ইতিহাসের দীর্ঘতম শাটডাউন হয়ে দাঁড়াবে।
প্রেসিডেন্ট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইঙ্গিত দেন, সরকার বন্ধ এবং নির্বাচনী ব্যালটে তার নিজের অনুপস্থিতি- এই দু’টি কারণেই মঙ্গলবার রাতে রিপাবলিকানদের পরাজয় হয়েছে। সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) কখনওই জনপ্রিয় নয়। প্রচলিত রাজনৈতিক বিশ্লেষণ ও জনমত জরিপে দেখা যায়, এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দল- এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি- সাধারণত জনরোষের শিকার হয়। প্রেসিডেন্টের মতে, এই ভোট এমন এক সময়ে হয়েছে যখন অনেক দ্বিধাগ্রস্ত ভোটার রিপাবলিকানদেরই এই অচলাবস্থার জন্য দায়ী মনে করেছেন এবং সেই ধারণাটিই হয়তো ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে।




