Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে থাকবে ইসকন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ২৯ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বাংলাদেশ শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে থাকবে ইসকন

ফাইল ছবি

বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশ শাখা। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে, তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। তাই তার কোনো কিছুর দায় তাদের নেই।

তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশ দাঁড়ানোর ঘোষণা দিয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। ওই পোস্টে তারা বলেছে, ‘ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।’

এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, তাই তাদের পক্ষ থেকে চিন্ময় দাসকে নিয়ে কিছু বলার নেই

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer