Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে মার্কিন ভেটো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ২ মার্চ ২০২৪

প্রিন্ট:

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে মার্কিন ভেটো

ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা।

নিরাপত্তা পরিষদে তোলা এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ তাতে সমর্থন দেয়। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাংবাদিকদের এ তথ্য জানান। খবর: রয়টার্সের।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড সাংবাদিকদের বলেন, আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, এটাই হয়েছে সমস্যা। ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেয়ার কারণ বলে দাবি করেন।

এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন। 

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এখনই যুদ্ধবিরতি করলে তা হামাসের জন্য উপকার বয়ে আনবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer