Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩১, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৭

ছবি- সংগৃহীত

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে সাতজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer