Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১৮ মার্চ ২০২৩

প্রিন্ট:

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ফাইল ছবি

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। শনিবার দেশটির গোকসুন জেলার ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার। ইউএসজিএস-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পটি দেশটির স্থানীয় সময় ১০ টা ৪৪ মিনিটে আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুই দেশেই ৫০ হাজারের বেশি নিহতের খবর পাওয়া গেছে। ধসে পড়েছে হাজার হাজার ভবন। ঘরহীন হয়েছেন লাখ লাখ মানুষ।

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এখন পর্যন্ত তার ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে দেশটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer