
৪২ ফুট দীর্ঘ হাতের নখ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নারী ডায়ানা আর্মস্ট্রং। গতকাল, বুধবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য থেকে জানা যায়, ১৮ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ নখ নিয়ে এর আগে এই বিশ্বরেকর্ড গড়েছিলেন মার্কিন নারী আয়ানা উইলিয়ামস। তবে শেষ পর্যন্ত তিনি তাঁর হাতের নখ কেটে ফেলেছিলেন।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ৬৩ বছর বয়সি মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রংয়ের দুই হাতের নখ ৪২ ফুট ১০.৪ ইঞ্চি লম্বা। আর্মস্ট্রং গত ২৫ বছর ধরে নখ কাটেন না। তবে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পরিকল্পনার কথা তাঁর আত্মীয়দের জানাননি।
আর্মস্ট্রংয়ের মেয়ে লাতিসা মাত্র ১৬ বছর বয়সে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়ের হাতের যত্ন বা মেনিকিওর সবটাই করত লাতিসা। মেয়েকে চিরতরে হারানোর পর থেকে নখ কাটেন না আর্মস্ট্রং।