Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা

মরিয়ম আফিজা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬-এর প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন। বুধবার চালু হতে যাওয়া দেশের প্রথম মেট্রোরেলটি চালাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত দীর্ঘ-প্রতিক্ষীত মেট্রোরেল উদ্বোধন করবেন।

ম্যাস ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক বলেন, ‘মেট্রো রেল চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি চালাতে প্রয়োজনীয় সংখ্যক অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী চালক রয়েছেন। চালকরা এই ট্রেনটি চালাতে প্রশিক্ষণ নিয়েছেন। তাই তারা দক্ষতার সঙ্গেই এই ট্রেন চালাতে পারবেন।’

আফিজার ব্যাপারে ডিএমটিসিএল এমডি বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর একজন মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেওয়া হয়।’

এমডি আরও বলেন, ‘আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকা ফিরে তিনি চার মাসব্যাপী আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন করেন।’

বর্তমানে আফিজা উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে এই ট্রেনের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরাও চালকদের এই ট্রেন চালানোর কারিগরি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রাথমিকভাবে মেট্রোট্রেনটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে বিরতিহীন আগারগাঁও স্টেশন পর্যন্ত চলবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer