Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫

পাবনায় বগি লাইনচ্যুত : ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

পাবনায় বগি লাইনচ্যুত : ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

 
‎জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।
 
এদিকে দুর্ঘটনার প্রায় ৫ ঘণ্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। ফলে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।

আরও পড়ুন: রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে খণ্ডবিখণ্ড যুবক
 
‎প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হাতায়াতের ঘটনা ঘটেনি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছেন।
 
‎এ বিষয়ে ভাঙ্গুড়া বরাল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না।
 
‎ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables