Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১, সোমবার ২০ মে ২০২৪

বুড়িমারী এক্সপ্রেস লাইনচ্যুত : রেল যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪১, ৯ মে ২০২৪

আপডেট: ১০:০৬, ৯ মে ২০২৪

প্রিন্ট:

বুড়িমারী এক্সপ্রেস লাইনচ্যুত : রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশন এলাকায় বৃহস্পতিবার ভোরে বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। 

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম গণমাধ্যমকে জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাকাল স্বাভাবিক হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer