Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলবে ৬ জুলাই থেকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১ জুলাই ২০২০

আপডেট: ২০:৩৩, ১ জুলাই ২০২০

প্রিন্ট:

দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলবে ৬ জুলাই থেকে

আগামী ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

তিনি বলেন, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer