Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন রাসিক মেয়র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন রাসিক মেয়র

ঢাকা : প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে সরকারিভাবে প্রক্রিয়া চলছে। শীঘ্রই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করার পর স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন সিটি মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

শনিবার দুপুরে নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন নিজেই এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সংবিধানে সংশ্লিষ্ট ধারা ও ক্ষমতানুযায়ী প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাবলে রাজশাহীসহ কয়েকটি সিটি কর্পোরেশনের মেয়রদের পদমর্যাদা বৃদ্ধির আদেশ দেবেন। সে আদেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আদেশে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র মন্ত্রী ও নারায়ণগঞ্জ সিটির মেয়র উপমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

সূত্রমতে, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছিলেন। রাজশাহী, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রদের পদমর্যাদা এখনো উন্নীত করা হয়নি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer